শিশুদের চা খাওয়া কি নিরাপদ?

শিশুদের চা খাওয়া কি নিরাপদ?

ঢাকা, ১৩ আগস্ট (জাস্ট নিউজ) : আমরা অনেকেই জানি না ছোটদের চা দেয়া কি নিরাপদ? সম্প্রতি একটি গবেষণায় তুলে ধরা হয়েছে শিশুদের চা খাওয়ানোর ভাল ও খারাপ দিক।

অনেক বাড়িতে দেখা যায় ছোট বয়স থেকেই বাচ্চাদের চা খাওয়ানো হয়। এর ফলেই তারা অজান্তে বিপদ ডেকে আনেন।

শিশুদের চা খাওয়ানোর আগে চা পাতা ২-৩ মিনিটের বেশি ভিজানো উচিত নয়। সেইসঙ্গে চা পাতাও অল্প পরিমানে দেওয়া উচিত। শিশুদের হাতে তুলে দেওয়ার আগে চা যাতে অতিরিক্ত গরম না থাকে, সেই দিকেও লক্ষ রাখা প্রয়োজন।

মাঝে মধ্যে শিশুদের চা দেওয়া যেতেই পারে। পেট খারাপ হলে শিশুদের আদা চা এবং বদহজম হলে দারচিনিযুক্ত চা শিশুদের খাওয়ানো যেতে পারে।

(জাস্ট নিউজ/এমআই/০৯৪২ঘ.)