‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

ঢাকা, ১৪ আগস্ট (জাস্ট নিউজ) : রাজধানীর খিলগাঁওয়ে ও কক্সবাজারের রামু উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ অন্তত ৩ জন নিহত হয়েছে।

সোমবার রাতে ও মঙ্গলবার সকালে এ ‘বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ইয়াবা বিক্রেতা নিহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ৪ লাখ ৪৪ হাজার পিস ইয়াবা ও চারটি দেশি ও বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় উপজেলায় পানেরছড়া ঢালা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

নিহত দু’জন হলেন- মো. নিজাম উদ্দিন (৩০) ও রতন রুদ্র (৩১)। তার দু’জনেই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা ছিলেন।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কমান্ডা মেজর মেহেদী হাসান ‘বন্দুকযুদ্ধে’ দুইজনের গুলিবিদ্ধ হওয়ার কথা জানান।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ একজন মারা গেছেন।

সোমবার দিবাগত রাতে খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পরে মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তৃব্যরতরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনুমানিক ৩৫ বছর বয়সী নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) আজদ হাওলাদার জানান, গতরাত পৌনে ৪টার দিকে নাগদারপাড় এলাকায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় খিলগাঁও থানা পুলিশ। তবে সেখানকার চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি উল্লেখ করে এসআই আজাদ হাওলাদার বলেন, তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও গেঞ্জি। ময়না তদন্তের জন্য লাশটি ঢামেকের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

(জাস্ট নিউজ/এমআই/১১১১ঘ.)