মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

ঢাকা, ২৫ আগসট (জাস্ট নিউজ) : মাগুরায় দু-দল ডাকাতদের মধ্যে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

নিহতরা হলেন মাগুরা সদর উপজেলার ভাবনহাটি গ্রামের শাহাদত মোল্ল্যার পুত্র সিবাদুল ইসলাম সিবা (৪৩)। অপরজন হলেন যশোর বাঘারপাড়া উপজেলার নরসিংহাটি গ্রামের নুর নবী মোল্ল্যা পুত্র কামাল মোল্ল্যা (৩২)।

মাগুরা সদর উপজেলার রাউতাড়া ইটভাটা এলাকায় থেকে শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে রাউতাড়া ইটভাটা এলাকায় দু-দল ডাকাতের মধ্যে টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গোলাগুলির খবর পেয়ে সদর থানার টহল পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর ডাকাতরা সেখান থেকে পালিয়ে যায়। পরে পুলিশ গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে মাগুরা ২৫০শয্যা হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

নিহত সিবার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮ টি ডাকাতির মামলা রয়েছে। আর কামাল মোল্লার বিরুদ্ধেও থানায় ৫ টি ডাকাতির মামলা রয়েছে। নিহতরা আন্ত জেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ দাবি করেছে।

ময়না তদন্তের জন্য লাশ মাগুরা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

(জাস্ট নিউজ/এমআই/১০৫৫ঘ.)