সিন্ডিকেটে মন্ত্রীর পরিবারের সম্পৃক্ততা অস্বীকার, ১০ এজেন্সিকে শোকজের ঘোষণা

সিন্ডিকেটে মন্ত্রীর পরিবারের সম্পৃক্ততা অস্বীকার, ১০ এজেন্সিকে শোকজের ঘোষণা

ঢাকা, ২৮ আগস্ট (জাস্ট নিউজ) ‌: মালয়েশিয়ায় সিন্ডিকেটের মাধ্যমে শ্রমিক নিয়োগের বিষয়টি নিয়ে সেদেশের সরকার বাংলাদেশকে কিছু জানায়নি। তাই ভুক্তভোগীদের দরখাস্ত দিয়ে অভিযোগ করতে বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম। এসময় সাংবাদিকদের প্রশ্ন ও তোপের মুখে শ্রমিক নিয়োগের সিন্ডিকেটকে শোকজ করার ঘোষণা দেন তিনি। একইসাথে সিন্ডিকেটের সঙ্গে মন্ত্রীর নিজের পরিবারের সদস্যদের সম্পৃক্ততা থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

মঙ্গলবার সকাল সোয়া ১০টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে রিপোর্টার্স ফর বাংলাদেশি মাইগ্রেন্টের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘যেই ১০টি এজেন্সির কথা বলা হচ্ছে। তাদের আমরা নিয়ন্ত্রণ করি না। তাদেরকে মালয়েশিয়া সরকার কাজ দিয়েছে। যেহেতু একটা অভিযোগ উঠেছে আমি তাদের শোকজ করবো, জানতে চাইবো- এমন কেন করেছে তারা। এর আগে এই বিষয়ে ডাটা কালেক্ট করে নেই।’

সিন্ডিকেটের সঙ্গে মন্ত্রীর পরিবারের সদস্যদের সম্পৃক্ততা থাকার অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘আমার পরিবারের কেউ ঢাকাতে আসেও না, ম্যান পাওয়ারের ব্যবসাও করে না।’

এছাড়া সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসে যেসব অভিযোগ আসছে তা নিয়ে কথা বলারও প্রতিশ্রুতি দেন তিনি।

(জাস্ট নিউজ/এমআই/১৪৪২ঘ.)