চাঁপাইনবাগঞ্জে কথিত ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

চাঁপাইনবাগঞ্জে কথিত ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ, ৭ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : জেলার গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী এলাকায় মাদকবিরোধী অভিযানে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আবুল হোসেন বাবু নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার গভীর রাতে এ বন্দুকযুদ্ধ হয় বলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দাবি করেছে। নিহত ৩৫ বছর বয়সী আবুল হোসেন বাবু উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর গ্রামের আলমের ছেলে।

র‌্যাব জানায়, বাবু গোমস্তাপুর থানার আটটি মাদক মামলার আসামি। এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের ভাষ্য, নয়াদিয়াড়ী এলাকায় একটি আম বাগানে ৪/৫ জন মাদক ক্রয় বিক্রয় করছে বলে খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাত ১টার দিকে সেখানে অভিযান চালায়।

‌‘এ সময় র‌্যাবকে লক্ষ্য করে মাদকবিক্রেতারা গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়।’

র‌্যাব জানায়, এ সময় অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় আহত দুই র‌্যাব সদস্যকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ১৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব।

(জাস্ট নিউজ/এমআই/০৯০৬ঘ.)