গোপনে ছবি তুলতে গিয়ে সীতাকুণ্ডে ২ বিদেশি নাগরিক আটক, অতঃপর...

গোপনে ছবি তুলতে গিয়ে সীতাকুণ্ডে ২ বিদেশি নাগরিক আটক, অতঃপর...

সীতাকুণ্ড, ৯ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : সীতাকুণ্ডের কদমরসুল এলাকা থেকে দুই বিদেশি নাগরিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

রবিবার দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- জার্মান নাগরিক জসুয়া ক্রুল (২৫), মাইকেল স্টেবলার (৩৬) এবং বাংলাদেশি নাগরিক সাব্বির জাহান।

জানা গেছে, জার্মানি থেকে আসা ওই দুই নাগরিক দেশীয় ট্রাভেল সংস্থার মাধ্যমে সীতাকুণ্ডে এসে একটি নৌকা ভাড়া নিয়ে রবিবার সকাল থেকে বিভিন্ন শিপব্রেকিং ইয়ার্ডের ছবি তুলছিলেন।

তারা দুপুর ১২টার দিকে কদম রসুল এলাকার আরেফিন এন্টারপ্রাইজ নামে একটি জাহাজভাঙা কারখানার ছবি তোলার সময় ইয়ার্ডের লোকজন তাদের ধরে পুলিশের কাছে সোপর্দ করে।

সীতাকুণ্ড থানার ওসি মো. দেলওয়ার হোসেন বলেন, ওই দুই বিদেশি নাগরিকের সীতাকুণ্ডে আসার তথ্য পুলিশের কাছে ছিল না।

গোপনে বিভিন্ন কারখানার ছবি তোলার সময় তাদের আটক করা হয়।

পরে এক ব্যক্তির জিম্মায় দুই বিদেশি নাগরিককে ছেড়ে দেয়া হলেও আটক সাব্বিরকে জিজ্ঞাসাবাদ করার জন্য রাখা হয়েছে বলে জানান ওসি।

(জাস্ট নিউজ/এমআই/২০৫৬ঘ.)