খালেদা জিয়ার অনুপস্থিতে বিচার হবে কি না জানতে চেয়েছেন আদালত

খালেদা জিয়ার অনুপস্থিতে বিচার হবে কি না জানতে চেয়েছেন আদালত

ঢাকা, ১২ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার কার্যক্রম চলবে কি না জানতে চেয়েছেন আদালত।

বুধবার পুরাতন কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান এ বিষয়ে জানতে চান।

বেগম খালেদা জিয়ার আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, যেহেতু উনি (খালেদা জিয়া) আদালতে আসছেন না তাই আপনারা আগামীকাল সিদ্ধান্ত দেন উনার অনুপস্থিতে বিচার কার্যক্রম চলবে কি না।

এ সময় বেগম খালেদা জিয়ার আইনজীবী ছানাউল্লাহ মিয়া বলেন, বেগম খালেদা জিয়া শারীরিকভাবে খুবই অসুস্থ। তার আদালতে আসার মতো অবস্থা নেই। এ সময় ছানাউল্লাহ মিয়া বেগম খালেদা জিয়ার জামিন বৃদ্ধি এবং মামলার শুনানি মুলতবির জন্য আবেদন করেন।

তবে আদালত বলেন, যেহেতু আগামীকাল পূর্ব নির্ধারিত তারিখ দেওয়া আছে তাই আপনারা আগামীকাল এসে জানান তার (খালেদা জিয়া) অনুপস্থিতিতে বিচার কার্যক্রম চলবে কি না।

(জাস্ট নিউজ/এমআই/১৬৪৬ঘ.)