খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলা চলবে কি না, শুনানি আজ

খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলা চলবে কি না, শুনানি আজ

ঢাকা, ১৩ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আদালত কারাগার চত্বরে স্থাপনের পর বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো শুনানি হবে। এতে কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলা চলতে পারে কি না, সে বিষয়ে ব্যাখ্যা দেবেন তাঁর আইনজীবীরা। পাশাপাশি বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ বৃদ্ধির ব্যাপারেও শুনানি হবে।

আদালতের কার্যক্রমকে কেন্দ্র করে বরাবরের মতো বৃহস্পতিবারও সকাল থেকেই ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই এলাকার বাসিন্দাদের কড়া তল্লাশির মধ্য দিয়ে যাতায়াত করতে দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সকাল পৌনে ১১টার দিকে ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. মো. আক্তারুজ্জামান এজলাসে প্রবেশ করেন। এর কিছু সময় পরেই সেখানে আসেন বেগম খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। সাংবাদিকরাও মোবাইল রেখে আদালতে প্রবেশ করেন।

(জাস্ট নিউজ/এমআই/১১৫৭ঘ.)