নন-এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন অব্যাহত

নন-এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন অব্যাহত

 

ঢাকা, ২৮ ডিসেম্বর (জাস্ট নিউজ) : নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচিতে রয়েছেন। স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এ কর্মসূচি শুরু করেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

মঙ্গলবার সকাল ৮টা থেকে তাদের এ কর্মসূচি শুরু হয়। বৃহস্পতিবার তৃতীয় দিনেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

অবস্থান কর্মসূচি থেকে শিক্ষক নেতারা বলেন, সরকারের হিসাবমতে বর্তমানে দেশে ৫ হাজারের অধিক শিক্ষাপ্রতিষ্ঠান স্বীকৃতিপ্রাপ্ত অবস্থায় আছে, যা এমপিও প্রত্যাশী।

এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ ১৫-২০ বছর ধরে বিনা বেতনে শিক্ষাদানের পেশায় নিয়োজিত আছেন।

সেখানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা এক লাখেরও বেশি এবং ২৫ লাখেরও বেশি শিক্ষার্থীকে তারা পাঠদান করে আসছেন বলে জানান।

তারা বলেন, নন-এমপিও এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে একই নিয়মনীতিতে, একই কারিকুলামে, সিলেবাস ও প্রশ্নপদ্ধতি একইভাবে অনুসরণ করা হয়। তাদের ও আমাদের নিয়োগ পদ্ধতিতেও কোনো পার্থক্য ছিল না, বর্তমানেও নেই; অথচ আমাদের এমপিও নামক অর্থনৈতিক মুক্তির ছোঁয়া নেই।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সারা দেশ থেকে আসা নন-এমপিও শিক্ষকরা এ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।

(জাস্ট নিউজ/ওটি/১৬৩০ঘ.)