সবার দাবি একটাই ‘নিরপেক্ষ নির্বাচন’: মওদুদ আহমদ

সবার দাবি একটাই ‘নিরপেক্ষ নির্বাচন’: মওদুদ আহমদ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : সামনে আমাদের বিরাট চ্যালেঞ্জ বলে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আমরা কিভাবে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনবো, সামনে আমাদের সেটির চ্যালেঞ্জ। আমাদের এমন প্রস্তুতি নিতে হবে যাতে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে সরকারকে বাধ্য করা যায়।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত ‘ভোটাধিকার- ন্যায় বিচার ও মানবাধিকার: বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মওদুদ।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ জানিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যে ছলচাতুরি করা হচ্ছে তার জবাব একদিন দিতে হবে। অবিলম্বে তার চিকিৎসার জন্য নতুন বোর্ড গঠন করা হোক।

তিনি আরো বলেন, দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। ১৪ দল ছাড়া সবাই ঐক্যমতে পৌঁছেছে। সবার দাবি একটাই- ‘নিরপেক্ষ নির্বাচন’।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও মহাসচিব আ স ম মোস্তফা কামালের সঞ্চালনায় বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ আলোচনা সভায় বক্তব্য রাখেন।

(জাস্ট নিউজ/এমআই/১৪২৯ঘ.)