উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা

নিউইয়র্ক থেকে মুশফিকুল ফজল, ১৬ মে (জাস্ট নিউজ) : উত্তর কোরিয়ার (ডিপিআরকে) আন্তমহাদেশীয় (ব্যালাস্টিক) ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘটনায় গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতারেস।

সোমবার জাতিসংঘের নিয়মিত বিফ্রিংয়ে মহাসচিবের এ উদ্বেগের কথা জানান, মুখপাত্র স্টেফেন ডোজারিক। তিনি বলেন, এ ঘটনায় জাতিসংঘ মহাসচিব তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

রবিবার উত্তর কোরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল থেকে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় পিয়ংইয়ং। এ নিয়ে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা উদ্বেগ প্রকাশ করেছেন।

(জাস্ট নিউজ/প্রতিনিধি/একে/০০২৪ঘ.)