আলোচ্যসূচীর তালিকায় গণতন্ত্র, নির্বাচন ও রোহিঙ্গা ইস্যু

খালেদা জিয়া-শ্যানন বৈঠক সোমবার

খালেদা জিয়া-শ্যানন বৈঠক সোমবার

ওয়াশিংটন থেকে বিশেষ সংবাদদাতা, ৫ নভেম্বর (জাস্ট নিউজ) : ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) থমাস এ শ্যানন সোমবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন।

সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে গুলশান চেয়ারপারসনের নিজ কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র, আসন্ন নির্বাচন ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হবে বলে ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্ট সূত্রে জানা গেছে।

বৈঠকে ট্রাম্প প্রশাসনের এই উদ্ধর্তন কর্মকর্তা ছাড়াও বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটও যোগ দিবেন। এছাড়া বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

রবিবার দুই দিনের সফরে ঢাকা আসেন শ্যানন। সফরে তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপে নেতৃত্ব দেয়ার পাশাপাশি সরকারি, রাজনৈতিক দল ও সুশিল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। রোহিঙ্গা সংকটসহ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি আমলে নিয়ে ট্রাম্প প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ সফর করছেন বলে জাস্ট নিউজকে জানায় স্টেট ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট সূত্র।

(জাস্ট নিউজ/জেআর/২২৫৫ঘ.)