খালেদা জিয়ার হয়রানিমূলক সাজার প্রতিবাদে শিকাগোতে বিক্ষোভ সমাবেশ

খালেদা জিয়ার হয়রানিমূলক সাজার প্রতিবাদে শিকাগোতে বিক্ষোভ সমাবেশ

শিকাগো, ১৪ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রত্যাহার এবং অবিলম্বে বেগম জিয়ার মুক্তি দাবি করেছে ইলিনয় স্টেট বিএনপি।

সোমবার শিকাগোর ডেভনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এ দাবি জানান।

ইলিনয় স্টেট বিএনপির সভাপতি শাহ্ মেজাম্মেল নান্টুর সভাপতিত্বে ও অভি ওহিদের পরিচালনায় এতে প্রধান আতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা শাহ মোসাদ্দেক মিন্টু। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন অধ্যাপক ডা: নিয়াজ আহমদ চৌধুরী, নার্গিস আহমেদ, জসিম উদ্দিন, দুলু মিয়া, রিপন জব্বার, হাসান আহমেদ, নাইম উদ্দিন, মালিক হোসেন, রিপন আহমেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা এই রায়কে রাজনৈতিক, উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসামূলক উল্লেখ করে রায়কে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।

(জাস্ট নিউজ/প্রতিনিধি/একে/২২৩৮ঘ.)