‘জাতীয় ঐক্যফ্রন্টের উত্থানে সরকার টালমাটাল’

‘জাতীয় ঐক্যফ্রন্টের উত্থানে সরকার টালমাটাল’

ঢাকা, ২০ অক্টোবর (জাস্ট নিউজ) : জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের উত্থানে সরকার টালমাটাল হয়ে পড়েছে। যার ফলে সরকার একবার জোটের আবির্ভাবকে অভিনন্দন জানাচ্ছে, কখনও সন্ত্রাসী-ষড়যন্ত্রকারী বলছে, কখনও সিকি-আধুলি বলছে, আবার বিপুল জন সমারোহের ভয়ে জনসভার অনুমতি দিতে টাল-বাহানা করছে।

শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন কমিটির সভায় মালেক রতন এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের জনগন বোকা নয়। তারা সরকারের জন বিচ্ছিন্নতা ভালো ভাবেই বুঝতে পারছে। নির্বাচনের আগ মুহূর্তে বর্তমানে অন্ততঃ গণতান্ত্রিক আচরণ করার আহ্বান জানান তিনি।

৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক মিসেস তানিয়া রব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উদ্যাপন কমিটির সদস্য সচিব জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জেএসডি সহ-সভাপতি এ্যাড. কে এম জাবের, সুলতান আহমেদ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, এ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, আবদুর রাজ্জাক রাজা, এস এম রানা চৌধুরী, আবদুল্লাহ আল তারেক, এস এম সামছুল আলম নিক্সন, মোঃ মোস্তফা কামাল, হাজী আখতার হোসেন ভূঁইয়া, মোশাররফ হোসেন, গাজী নজরুল ইসলাম, তৌফিক উজ জামান পীরাচা প্রমুখ।

সভায় বক্তাগণ আগামী ৩১ অক্টোবর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিতব্য আলোচনা সভাকে সফল করে তোলার জন্য দলের সর্বস্তরের নেতা, সংগঠক, কর্মী, শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানান।

(জাস্ট নিউজ/এমআই/২১৫০ঘ.)