সিলেটে বিএনপি নেতা মুক্তাদির কারাগারে

সিলেটে বিএনপি নেতা মুক্তাদির কারাগারে

ঢাকা, ২৫ অক্টোবর (জাস্ট নিউজ) : নাশকতা মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে।

বৃহস্পতিবার দুপুর ২টায় সিলেটের কোতোয়ালি থানা পুলিশ তাকে মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরআগে বুধবার সন্ধ্যায় সিলেটের গোয়েন্দা পুলিশ নগরীর উপশহরের রোজভিউ হোটেলের সামনে থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরকে আটক করেছিল। রাত ৯টার দিকে গোয়েন্দা পুলিশ তাকে সিলেটের কোতোয়ালি থানা পুলিশের হাতে সোর্পদ করে। পরে নগরীর সুবহানীঘাটের ঘটনায় দায়ের করা একটি মামলায় পুলিশ তাকে আসামি দেখায়। দুপুরে তাকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে হাজির হন। তারা এ সময় খন্দকার আব্দুল মুক্তাদিরের মুক্তির দাবি করেন।

কোতোয়ালি থানার ওসি সেলিম আহমদ জানিয়েছেন, নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

(জাস্ট নিউজ/একে/১৮৪৫ঘ.)