সাত দফা আদায় না হলে ঐক্যফ্রন্ট ঘরে ফিরবে না: ড. কামাল হোসেন

সাত দফা আদায় না হলে ঐক্যফ্রন্ট ঘরে ফিরবে না: ড. কামাল হোসেন

ঢাকা, ২৭ অক্টোবর (জাস্ট নিউজ) : জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন সরকারের উদ্দেশ্যে বলেছেন, সময় থাকতে ৭ দফা দাবি মেনে নিন। জনগণ ঐক্যবদ্ধ হলে অসম্ভবকে সম্ভব করে। কীভাবে ক্ষমতায় আছেন তার জবাবদিহি করতে হবে। কারণ, জনগণ সংবিধানের মালিক।

শনিবার চট্টগ্রামে ঐক্যফ্রন্টের সমাবেশে তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, আমাদের ৭ দফা দাবির বিষয়ে গণরায় পেয়েছি। জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণ এক হলে সব সম্ভব। যেমনভাবে আমরা দেশ স্বাধীন করেছি। আমাদের ৭ দফা দাবিও আদায় করে ছাড়ব ইনশাল্লাহ।

তিনি বলেন, জনগণ এক হয়ে চাইলে কোনো কিছু অসম্ভব নয়। আজ চট্টগ্রামে গণরায় পেয়েছি, সেদিন সিলেটে পেয়েছি, তারপর রাজশাহী ও ঢাকায় সমাবেশ করব।

কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি চাওয়ার কী আছে? আর কত চাইব। মুক্তি চাইতে হবে কেন? মুক্তি দিতে হবে। যদি অবিলম্বে মুক্তি দেয়া না হয়- আর তার কিছু হয় তাহলে এর জন্য জবাব দিতে হবে। আমরা জবাব চাইব।

(জাস্ট নিউজ/এমআই/১৮১৬ঘ.)