খালেদা জিয়ার সাজার প্রতিবাদে রাজধানীতে যুবদলের বিক্ষোভ

খালেদা জিয়ার সাজার প্রতিবাদে রাজধানীতে যুবদলের বিক্ষোভ

ঢাকা, ২৯ অক্টোবর (জাস্ট নিউজ) : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজার প্রতিবাদে তাৎক্ষনিক বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল উত্তর।

সোমবার দুপুরে যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ বিক্ষোভ মিছিলটি মহাখালী কাচা বাজার থেকে তিতুমীর কলেজ পযর্ন্ত গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে যুবদল উত্তরের সিনিয়র সহ সভাপতি মোস্তফা কামাল রিয়াদসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময়ে নেতাকর্মীরা পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। দুর্নীতিবাজ, স্বৈরাচারী সরকার বিদায় চাই, নিতে হবে, অৗবধ সাজা মানি না মানবো না, অবৈধ সাজা বাতিল করো করতে হবে, ‘খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই’, ‘খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘আমার নেত্রী আমার মা বন্দি থাকতে দিবো না’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াসহ এ মামলার অন্য তিন আসামিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন বিশেষ আদালত। একই সঙ্গে তাদের ১০ লাখ টাকা জরিমানাও করেছেন আদালত। জরিমানা আনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত অস্থায়ী ৫ নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ রায় দেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত।

(জাস্ট নিউজ/এমজে/১৬২০ঘ.)