গুলশানে ২০ দলীয় জোটের বৈঠক

গুলশানে ২০ দলীয় জোটের বৈঠক

ঢাকা, ৩১ অক্টোবর (জাস্ট নিউজ) : দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৈঠক করেছেন ২০ দলীয় জোটের নেতারা।

বুধবার সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিরোধী এই জোটের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন- জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের আমীর মাওলানা মো. ইসহাক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রকিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরী ও জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার প্রমুখ।

(জাস্ট নিউজ/একে/১৯৫০ঘ.)