অর্থবহ সংলাপ চেয়ে গণভবনের সামনে মোমবাতি নিয়ে মানববন্ধন

অর্থবহ সংলাপ চেয়ে গণভবনের সামনে মোমবাতি নিয়ে মানববন্ধন

ঢাকা, ১ নভেম্বর (জাস্ট নিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ অর্থবহ করতে গণভবনের সামনে মোমবাতি নিয়ে মানববন্ধন করেছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার কর্মী-সমর্থকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট সরকারের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ চলার সময় এই মানববন্ধন করা হয়।

কর্মী-সমর্থকরা ‘সংবিধান ওহি নয়, জনগণের জন্যই সংবিধান’, ‘জনগণ ভোট দিতে চায়, ভোটাধিকার নিশ্চিত করতে ফলপ্রসূ সংলাপ চাই’, ‘সংবিধান জনগণের অধিকার প্রতিষ্ঠায় বাধা নয়’ ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয়।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ শুরু হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী দুই জোটের মধ্যে সংলাপ হয়। ১৪ দলীয় জোটের পক্ষে সংলাপে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন।

(জাস্ট নিউজ/একে/২১০৭ঘ.)