নির্বিচারে গ্রেপ্তার করা কি সুষ্ঠু নির্বাচনের নমুনা : রিজভী

নির্বিচারে গ্রেপ্তার করা কি সুষ্ঠু নির্বাচনের নমুনা : রিজভী

ঢাকা, ৩ নভেম্বর (জাস্ট নিউজ) : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ধারাবাহিকভাবে বিএনপি নেতা-কর্মীদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। এটি কি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নমুনা?

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এই প্রশ্ন তোলেন রিজভি।

রিজভি আহমেদ বলেন, বিএনপির নেতাকর্মীদের পাইকারিহারে গ্রেপ্তার করছে। বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে। ধারাবাহিক গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে।

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা যৌথসভায় অংশ নেন।

(জাস্ট নিউজ/এমজে/১৫০৫ঘ.)