সবার দৃষ্টি গণভবনে

সবার দৃষ্টি গণভবনে

ঢাকা, ৭ নভেম্বর (জাস্ট নিউজ) : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও সবার কাছে গ্রহণযোগ্য করার লক্ষ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে আজ গুরুত্বপূর্ণ দ্বিতীয় দফা সংলাপে বসবে বাংলাদেশের সংবিধান প্রণেতা, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

তাই রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সুধীসমাজ ও সচেতন জনগোষ্ঠীসহ সবার নজর এই সংলাপের দিকে। কারণ নির্বাচনপূর্ব রাজনীতির গতি-প্রকৃতি কোন দিকে যায় তা অনেকাংশে আজকের সংলাপের ওপর নির্ভর করছে বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বুধবার বেলা ১১টায় এ সংলাপ অনুষ্ঠিত হবে। এতে ঐক্যফ্রন্টের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সংলাপে অংশ নাও নিতে পারেন।

অন্য ১০ নেতা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, গণফেরামের মহাসচিব মোস্তফা মহসিন মন্টু, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার কেন্দ্রীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর।

এদিকে, ঐক্যফ্রন্টের দাবি-দাওয়া নিয়ে দেশের রাজনীতিতে এখন উত্তেজনা বিরাজ করছে। আজকের সংলাপে দাবি মানা না হলে আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে ঐক্যফ্রন্ট।

আজকের সংলাপের ওপরই রাজনীতির ভবিষ্যত নির্ভর করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই, চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্য সবার চোখ থাকবে আজ গণভবনের দিকে।

(জাস্ট নিউজ/একে/০৯৪০ঘ.)