চট্টগ্রামে নারীসহ শ্রমিক লীগ নেতা আটক

চট্টগ্রামে নারীসহ শ্রমিক লীগ নেতা আটক

চট্টগ্রাম, ৮ নভেম্বর (জাস্ট নিউজ) : ফ্ল্যাটে নারী নিয়ে ফুর্তি করার সময় রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের শ্রমিক লীগ নেতা অলিউল্লাহ সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মহানগরীর সদরঘাটের পূর্ব মাদারবাড়ি এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করে বলে জানান সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন।

রুহুল আমিন জানান, ফ্ল্যাটে অবৈধ কার্যকলাপ চালানোর সময় নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে রেলওয়ের কর্মচারী ও শ্রমিক লীগ নেতা অলিউল্লাহ সুমনও রয়েছেন।

তিনি জানান, রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রাম সিটিএম অফিসের পিয়ন পদে চাকরিতে যোগদান করা সুমন এখন প্রধান বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয়ের সহকারী দাবি পরিদর্শক (এসিআই, গ্রেড-২)। শ্রমিক লীগের প্রভাব খাটিয়ে রেলওয়েতে নিয়োগ বানিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতি করে সে এখন কোটিপতি।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা মামলা রয়েছে। এ মামলায় গত কয়েকমাস আগে দুদক তাকে গ্রেপ্তার করে। এরপর সে জামিনে বেরিয়ে আসে। দুদক তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তদন্ত করছে।

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়, রেলে অলিউল্লাহ সুমন এক আতঙ্কের নাম।

রেলওয়ে শ্রমিক লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে কাউকে পরোয়া করেনা সে। অফিসের কাজ ফেলে দলবল নিয়ে সবসময় ঘুরে বেড়ান। আতঙ্ক ছড়ান। কথায় কথায় কর্মকর্তা-কর্মচারীদের গালাগাল করেন।

(জাস্ট নিউজ/একে/১৮৫৫ঘ.)