ওরা নমিনেশন পেপার সাবমিট না করে ক্ষমতায় আসতে চায়: আ স ম রব

ওরা নমিনেশন পেপার সাবমিট না করে ক্ষমতায় আসতে চায়: আ স ম রব

ঢাকা, ৮ নভেম্বর (জাস্ট নিউজ) : জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘প্রধানমন্ত্রীর চতুর্দিকে যে সাঙ্গপাঙ্গ আছেন, ওরা চায় না ওরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসুক। ওরা ২০১৪ সালের মতো নমিনেশন পেপার সাবমিট না করে ক্ষমতায় আসতে চায়।’

বৃহস্পতিবার রাজশাহীতে সাংবাদিকদের এসব কথা বলেন আ স ম আবদুর রব। আগামীকাল শুক্রবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সময় তার পাশে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন আ স ম রব।

আ স ম রব বলেন, ‘নির্বাচন কি আমরা করব নাকি হুদা সাহেব করবেন? নির্বাচন কি শেখ হাসিনা একা করবেন নাকি দেশের জনগণ ভোট দেবে? তাহলে আমরা যাতে নির্বাচনে আসতে পারি সে রাস্তাটা করে দেওয়া দরকার উনার।’

রব আরো বলেন, ‘যদি সাংঘর্ষিক দিকে নিয়ে যেতে চান দেশকে, একটা কঠিন সময়ে বাস করছেন তিনি। সেটা তিনি বুঝতে পারছেন না। উনার চতুর্দিকে যে সাঙ্গপাঙ্গ আছেন, ওরা চায় না ওরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসুক। ওরা ২০১৪ সালের মতো নমিনেশন পেপার সাবমিট না করে ক্ষমতায় আসতে চায়।’

জেএসডির প্রধান বলেন, ‘প্রধানমন্ত্রীকে ড. কামাল হোসেনের নেতৃত্বে গিয়ে আমরা বলেছি যে আমরা কোনো ষড়যন্ত্র, চক্রান্ত, জ্বালাও-পোড়াওতে নেই। আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমাদের কর্মীদের মামলা প্রত্যাহার করে নেন।’

রব বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি তো কেবল বিএনপির না, দেশের জনগণের দাবি।’ তিনি আরো বলেন, ‘তফসিল বদলাতে হবে। নির্বাচনের তারিখ পরিবর্তন করতে হবে।’

দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের আপত্তির মুখে বৃহস্পতিবার সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

(জাস্ট নিউজ/একে/২৩৫৩ঘ.)