সরকার খালেদা জিয়া ভীতিতে ভুগছে: নজরুল

সরকার খালেদা জিয়া ভীতিতে ভুগছে: নজরুল

নজরুল ইসলাম বলেন, সরকার সংবিধান ও জনগণকে ভয় পায়। বর্তমান সংবিধান অনুযায়ীই নির্বাচন সম্ভব, সেটিও তারা করতে চায় না। কারণ সুষ্ঠু নির্বাচন দিলে সরকারের এমপিরা নিজ নিজ এলাকায় যেতে পারবেন না। তাদের অপকর্মের কারণে জনগণ তাদের প্রতিরোধ করবে। তারা পরাজিত হবেন। এ কারণেই তারা সংসদ না ভেঙে নির্বাচনের কথা ভাবছেন।

তিনি বলেন, আমরা যখন বর্তমান নির্বাচন কমিশনকে বলি আপনারা পদত্যাগ করেন, আপনাদের প্রতি জনগণের আস্থা নেই।

নির্বাচন কমিশন আমাদের বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের আস্থা নেই। সরকারকে এই ইসি পুনর্গঠনের কথা বললেও তারা তা মানেনি।

‘বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখে সরকার ইভিএমকে সামনে আনলো। তারা রাষ্ট্রপতিকে দিয়ে অধ্যাদেশ জারি করেছে। অথচ আরপিওতে কোনো ইভিএমের কথা ছিলো না। বিশ্বের অনেক দেশ ইভিএম থেকে বেরিয়ে আসছে। ইভিএমে একটিতে ভোট দিলে অন্যটিতে গণনা হবে।’

জাগপার ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাগপার সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ।

(জাস্ট নিউজ/এমআই/১৪৫১ঘ.)