চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট

চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট

ঢাকা, ১০ নভেম্বর (জাস্ট নিউজ) : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া না নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট। রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকটি শুরু হয়।

বৈঠকে উপস্থিত রয়েছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাফা মনোয়ার মন্টু, ঐক্যফ্রন্ট নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও ডা. জাফরুল্লাহ চৌধুরী। এছাড়াও জোটের অন্যান্য শরিক দলের নেতারা উপস্থিত রয়েছেন।

এর আগে একই বিষয়ে পৃথক বৈঠক করেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা এবং ২৩ দলীয় জোট নেতারা।

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে স্থায়ী কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে স্থায়ী কমিটির বৈঠক শেষে সেখানে বিএনপির নেতৃত্বাধীন ২৩ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে স্থায়ী কমিটির নেওয়া সিদ্ধান্ত তুলে ধরা হয়।

এরপর জোটের শরিকদের মতামত নিয়ে রাত সাড়ে ৮টায় একই কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শুরু হয়। সেখানে বিএনপির নেতারা ওই দুই বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরবেন ঐক্যফ্রন্টের নেতাদের। এর পর ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২৩ দলীয় জোট অংশ নেবে কি নেবে না।

(জাস্ট নিউজ/একে/২১০৯ঘ.)