সাত ঘণ্টায় বিএনপির ১১৯৮ ফরম বিক্রি

সাত ঘণ্টায় বিএনপির ১১৯৮ ফরম বিক্রি

ঢাকা, ১২ নভেম্বর (জাস্ট নিউজ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী হওয়ার জন্য দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে বিএনপি। সোমবার উদ্বোধনী দিনে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে এক হাজার ১৯৮টি।

সোমবার বেলা পৌনে ১১টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

প্রথম দিনে বেলা পৌনে ১১টা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য ফেনী-১ আসনে মনোনয়ন ফরম কেনার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

এরপর বিকাল পর্যন্ত ১ হাজার ১৯৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

বিএনপি কার্যালয় সূত্রে জানা গেছে, অঞ্চলভিত্তিক পৃথক বুথে মনোনয়ন ফরম দেয়া হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত রংপুর অঞ্চলে ৪৬টি, রাজশাহীতে ১১১, বরিশালে ৬৮, খুলনায় ১১৯, সিলেটে ৪৬, চট্টগ্রামে ৮৮, কুমিল্লায় ৫০ এবং ঢাকা-ময়মনসিংহ অঞ্চলে ৬৭০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

প্রথম দিন চাপ থাকায় রাত ৮টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে। তবে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একইভাবে মনোনয়ন ফরম বিক্রি করা হবে।

আগামী ১৩ নভেম্বর এবং ১৪ নভেম্বরের মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। ফরমের মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা। তবে জমা দিতে লাগবে ২৫ হাজার টাকা।

(জাস্ট নিউজ/একে/২০২২ঘ.)