ভয় পেয়ে ভুল করছে সরকার: ডা. জাফরুল্লাহ

ভয় পেয়ে ভুল করছে সরকার: ডা. জাফরুল্লাহ

ঢাকা, ১৭ নভেম্বর (জাস্ট নিউজ) : মওলানা ভাসানীর মাজার জিয়ারত করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মানুষ ভয় পেয়ে ভুল করে, সরকারও তাই করছে। সুষ্ঠু নির্বাচন আমরা আদায় করে নেব। দাবি আদায় করতে হবে।

শনিবার সকাল পৌঁনে ১০ টায় টাঙ্গাইল জেলার সন্তোষে ভাসানীর মাজার জিয়ারত করেন ঐক্যফ্রন্টের কয়েকজন নেতা। শ্রদ্ধা জানানোর পর ডা. জাফরুল্লাহ চৌধুরী একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক হাওয়া বইতে শুরু করেছে। মওলানা ভাসানীর মাজারে কি কামাল হোসেন আগে এসেছিলেন? আজ এসেছেন। এ থেকে নতুন বাতাস শুরু হয়েছে। আমরা মুক্তিযুদ্ধে ত্যাগীদের সঠিক সম্মান করব। কর্ণেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও তাজ উদ্দিনদের মূল্য অস্বীকার করে স্বাধীনতা হয় না।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, মওলানা ভাসানী ছিলেন নির্ভেজাল ও সৎ মানুষ। টাঙ্গাইলের মানুষের মধ্যে তাকে নিয়ে উৎসাহের কিছুটা ঘাটতি দেখা গেছে।

(জাস্ট নিউজ/এমজে/১৪১০ঘ.)