নিরাপদে আদালতে যাওয়ার সুযোগ চেয়ে ইসিতে মিলনের স্ত্রী

নিরাপদে আদালতে যাওয়ার সুযোগ চেয়ে ইসিতে মিলনের স্ত্রী

ঢাকা, ১৯ নভেম্বর (জাস্ট নিউজ) : সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে নিরাপদে আদালতে যাওয়ার সুযোগ দিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন তার স্ত্রী নাজমুন্নাহার বেবি।

রবিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর দেয়া এক চিঠিতে তিনি এ অনুরোধ জানান। ইসিতে দুই ঘণ্টার বেশি অপেক্ষার পর সিইসির সাক্ষাৎ না পেয়ে ফিরে যান তিনি।

পরে নাজমুন্নাহার বেবি সাংবাদিকদের বলেন, তার স্বামী কোর্টে হাজিরা দিতে পারছেন না। চাঁদপুর কোর্ট এলাকা পুলিশ ও ডিবি ঘিরে রেখেছে। বোরকা পরা কোনো মহিলা কোর্টে গেলেও তার বোরকা খুলতে বাধ্য করা হচ্ছে। আমরা কোর্টে যেতে চাই। কিন্তু যেতে পারছি না। তিনি জানান, প্রায় দু’ঘণ্টা অপেক্ষা করার পরও সিইসির সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। পরে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম ও কবিতা খানমের সঙ্গে দেখা করে এ বিষয়ে কথা বলেছি। তারা বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।

(জাস্ট নিউজ/এমজে/১০৪০ঘ.)