বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার চলছে

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার চলছে

ঢাকা, ১৯ নভেম্বর (জাস্ট নিউজ) : বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের দ্বিতীয় দিন আজ সোমবার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দিতে এ সাক্ষাৎকার নেয়া হচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০ টায় সাক্ষাৎকার নেয়া শুরু হয়েছে।

প্রথম দিন রাজশাহী ও রংপুর বিভাগের ৭২ টি আসনের ৫৩৬ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নেয়া হয়।

লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে সাক্ষাৎকার বোর্ডে অংশ নেন তারেক রহমান।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে প্রথম দিনের সাক্ষাৎকার গ্রহণ হয়। অংশ নেন রাজশাহী ও রংপুর বিভাগের ৫৩৬ জন মনোনয়নপ্রত্যাশী।

লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে সাক্ষাৎকার বোর্ডে অংশ নেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রতিনিধি দল।

পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করে নির্বাচনের দিকে এগোচ্ছে ইসি। বিএনপি তাদের নিজেদের মতো মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে, এ নিয়ে কারো কথা বলার সুযোগ নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

(জাস্ট নিউজ/এমজে/১১৩০ঘ.)