বোঝা যাচ্ছে সরকারের ভিত নড়ছে: ডা. জাফরুল্লাহ

বোঝা যাচ্ছে সরকারের ভিত নড়ছে: ডা. জাফরুল্লাহ

ঢাকা, ২৪ নভেম্বর (জাস্ট নিউজ) : সরকারের ভিত নড়ছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘২০১৮ সনের নির্বাচনটা অন্য নির্বাচন থেকে ভিন্ন। এবার জনগণ মুখ খুলেছে। গণতন্ত্রে মুক্তিযুদ্ধের চেতনার যে অঙ্গীকার আমরা দিয়েছিলাম তার জবাব দিতে চাই, জবাব নিতে চাই।’

আসন্ন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে কৌশলে পরাজিত করা হবে।

মান্না বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে জেলে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। এই কথার মধ্যে কোনো ভুল নেই। এই কথা খুবই সত্যি। কিন্তু তার মানে বেগম খালেদা জিয়া জেল থেকে না বের হলে আমরা নির্বাচন করবো না তা কি বলছি। বলছি, এমন কৌশল নেবো, এমনভাবে লড়াই করবো যাতে শত্রুকে আমি পরাজিত করতে পারি।

(জাস্ট নিউজ/এমআই/১৫১৫ঘ.)