যেসব হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল

যেসব হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল

ঢাকা, ২ ডিসেম্বর (জাস্ট নিউজ) : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, কাদের সিদ্দিকী এবং ব্যারিস্টার নাজমুল হুদাসহ হেভিওয়েট অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

মনোনয়নপত্র ও হলফনামায় দেয়া তথ্য এবং প্রার্থীর নামে কোনো ফৌজদারি বা দুর্নীতির মামলা রয়েছে কিনা এসব বিষয় মাথায় রেখেই চলছে একাদশ জাতীয় নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই।

ভুল তথ্য কিংবা ফৌজদারি ও দুর্নীতির মামলার কারণে এ পর্যন্ত অনেক আলোচিত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার।

মনোনয়ন বাতিলের তালিকায় এখন পর্যন্ত যেসব হেভিওয়েট প্রার্থীর নাম পাওয়া গেছে তারা হলেন-

বগুড়া-৬, ৭ ও ফেনী-১: বেগম খালেদা জিয়া

পটুয়াখালী-৩: গোলাম মওলা রনি (বিএনপি)

হবিগঞ্জ-১: রেজা কিবরিয়া (গণফোরাম)

কুমিল্লা-৩: মজিবুল হক (বিএনপি)

কুমিল্লা-৫: অধ্যক্ষ মুহাম্মদ ইউনুস (বিএনপি)

সিলেট-৩: আব্দুল কাইয়ুম চৌধুরী (বিএনপি)

রাঙামাটি: আশীষ দাশগুপ্ত (স্বতন্ত্র), অমর কুমার দে (স্বতন্ত্র)

ঢাকা-৫: সেলিম ভুঁইয়া (বিএনপি)

ঢাকা-৭: নাসিমা আক্তার (বিএনপি)

ঢাকা-৯: আফরোজা আব্বাস (বিএনপি)

ঢাকা-১০: খন্দকার ফরিদুল আকবর (গণফোরাম)

ঢাকা-১৭: নাজমুল হুদা

জামালপুর-১: এ. রশিদুজ্জামান মিল্লাত (বিএনপি)

জামালপুর-৪: ফরিদুল কবীর তালুকদার শামীম (বিএনপি) ও মামুনুর রশীদ জোয়ারদার (জাপা-এরশাদ)

টাঙ্গাইল-৪ ও ৮: কাদের সিদ্দিকী (কৃষক-শ্রমিক জনতা লীগ)

কুড়িগ্রাম-৪: জাকির হোসেন (আওয়ামী লীগ), ইমরান এইচ সরকার (স্বতন্ত্র)

চট্টগ্রাম-৩: এটিএম আবু তাহের (বিএনপি) ও আসলাম চৌধুরী (বিএনপি)

চট্টগ্রাম-৫: মীর নাসির উদ্দিন (বিএনপি) ও তার ছেলে মীর হেলাল (বিএনপি)

চট্টগ্রাম-৭: গিয়াসউদ্দিন কাদের চৌধুরী (বিএনপি) ও তার ছেলে সামির কাদের চৌধুরী (বিএনপি)

চট্টগ্রাম-৮: এম মোরশেদ খান (বিএনপি)

শেরপুর-১: মো. হযরত আলী (বিএনপি)

নাটোর-২ রুহুল কুদ্দুস তালুকদার দুলু (বিএনপি)

পটুয়াখালী-১: এ.বি.এম রুহুল আমীন হাওলাদার (জাতীয় পার্টি)

পটুয়াখালী-২: শহিদুল আলম তালুকদার (বিএনপি)।

(জাস্ট নিউজ/একে/২০৪৬ঘ.)