ভোলায় বিএনপি প্রার্থীর বাড়িতে হামলা

ভোলায় বিএনপি প্রার্থীর বাড়িতে হামলা

ভোলা, ১০ ডিসেম্বর (জাস্ট নিউজ) : ভোলা-৪ আসনের বিএনপির প্রার্থী সাবেক এমপি নাজিমউদ্দিন আলমের চরফ্যাশন পৌর ০৬ নং ওয়ার্ডের বাস ভবনে দু’দফা হামলা করেছে সন্ত্রাসীরা।

রবিবার রাত ৮টায় ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা এ হামলা চালায় বলে নাজিমউদ্দিন আলম অভিযোগ করেছেন। অপরদিকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহম্মেদ শুভ্র জানান, এটা বিএনপির অভ্যন্তরীণ ঘটনা।

চরফ্যাশন থানার ওসি এনামুল হক জানান, হামলার খবর পেয়ে দ্রুত ওই বাসভবনে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। রবিবার নাজিমউদ্দিন আলম ঢাকা থেকে ভোলায় আসেন। এমন খবরে শরীফ পাড়াস্থ তার বাসভবনের পাশে ওয়ার্ড আওয়ামী লীগ অফিস থেকে নেতা-কর্মীরা প্রথম হামলা চালায়।

দ্বিতীয় দফায় ৩০-৪০টি মোটরসাইকেল নিয়ে ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা হামলা চালিয়ে বাসভবনের গ্লাস, আলমিরা, চেয়ার-টেবিল ভাংচুর করে। অপরদিকে বিএনপির মনোনয়নপত্র জমাদানকারী অপর প্রার্থী নূরুল ইসলাম নয়নের মনোনয়ন প্রত্যাহারের পর তার নির্বাচন পরিচালনাকারী সাবেক ছাত্রদল সভাপতি শহিদুল আলম প্রিন্স সংবাদ সম্মেলনে নাজিমউদ্দিন আলমকে চরফ্যাশনে অবাঞ্ছিত ঘোষণা করেন। এদিকে নাজিমউদ্দিন আলমের এ বাসভবনে হামলাকে নির্বাচনী সহিংসতা বলে জানান স্থানীয়রা।

(জাস্ট নিউজ/এমআই/০৯০৬ঘ.)