মুরাদনগরে বিএনপি পার্থীর প্রচারণায় ছাত্রলীগ-যুবলীগের হামলা

মুরাদনগরে বিএনপি পার্থীর প্রচারণায় ছাত্রলীগ-যুবলীগের হামলা

কুমিল্লা, ১৪ ডিসেম্বর (জাস্ট নিউজ) : বিএনপির মনোনিত প্রার্থী কে এম মুজিবুল হক কুমিল্লার মুরাদ নগর থানার সামনে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে, পরে বিএনপির নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তাদেরকে ধাওয়া করে। এসময় পুলিশ এসে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

শুক্রবার দুপুর কুমিল্লা-৩ আসনের বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী বিএনপির ভাইস-চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই কে এম মজিবুল হক আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেন। এসময় এই হামলার ঘটনা ঘটে।

আড়াইটার দিকে ঢাকা থেকে গাড়িবহর মুরাদ নগর উপজেলা সদরে পৌঁছালে নেতাকর্মীদের ঢল নামে। এসময় হাজারো নেতাকর্মী মিছিল-শ্লোগানে তাকে স্বাগত জানান।

তবে মজিবুল হক মুরাদনগরে পৌঁছার আগে থেকেই অবস্থান নেয়া ছাত্রলীগ-যুবলীগকে ব্যাপক মহড়া দিতে দেখা গেছে। দুপুর ১টায় নহলচৌমুহনী এলাকায় ধানের শীষের প্রার্থীকে স্বাগত জানাতে অপেক্ষমান নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে। এতে ৪ বিএনপিকর্মী আহত হয়েছেন। এরা হলেন- নেছার উদ্দিন খোকন, আবুল কালাম আজাদ, আলী হাসান ও মো. লিটন। এসময় বিএনপি নেতাকর্মীরা পাল্টা ধাওয়া দিলে পিছু হটে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে ধানের শীষের প্রার্থী পৌঁছার পর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

(জাস্ট নিউজ/একে/১৮৪৭ঘ.)