২০ দলের প্রার্থীর নাম ঘোষণা শ‌নিবার

নির্বাচনের ৭ দিন আগে সেনা মোতায়েন দাবি বিএনপির

নির্বাচনের ৭ দিন আগে সেনা মোতায়েন দাবি বিএনপির

ঢাকা, ৯ জানুয়ারি (জাস্ট নিউজ) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে সাত দিন আগে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী কে হচ্ছেন, তা আগামী ১৩ জানুয়ারি জানা যাবে। ওই দিন প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল মজিদের জানাজায় অংশ নিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা আলমগীর বলেন, ২০ দলের বৈঠক হয়েছে গতকাল। তারা ২০ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়াকে দায়িত্ব দিয়েছেন। তারা জানিয়েছেন, বেগম খালেদা জিয়া যাকে মনোনয়ন দিবেন তাকে তারা সমর্থন দিবেন।

মির্জা আলমগীর বলেন, আগামী জাতীয় নির্বাচনে ইসির (নির্বাচন কমিশন) ভূমিকা এই নির্বাচনে সেটা পরিষ্কার হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন ইসির জন্য এটা একটা পরীক্ষা। তিনি আরো বলেন, ইসি ঢাকা উত্তর সিটি করপোরেশনে একটা নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে, আমরা আশাবাদী।

(জাস্ট নিউজ/একে/১৯২৬ঘ.)