অস্ত্র মামলায় গাংনীর পৌর মেয়রের ১০ বছর কারাদণ্ড

অস্ত্র মামলায় গাংনীর পৌর মেয়রের ১০ বছর কারাদণ্ড

মেহেরপুর, ১৪ জানুয়ারি (জাস্ট নিউজ) : মেহেরপুরের গাংনী পৌরসভার মেয়র ও গাংনী উপজেলা যুবলীগের আহবায়ক আশরাফুল ইসলামকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে মেহেরপুর সহকারী জজ আদালদ-২ এর যুগ্ম জেলা জেলা জজ তাজুল ইসলাম।

রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে তার উপস্থিতিতে তাকে কারাদণ্ডাদেশ দেন বিজ্ঞ যুগ্ম জেলা জজ তাজুল ইসলাম।আদালতের নির্দেশ পেয়ে থানা পুলিশ মেয়র আশরাফুল ইসলামকে কারাগারে নিয়েছে।

২০১২ সালের ২৭শে মে দিবাগত রাতে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের র‌্যাব সদস্যরা মেয়র আশরাফুল ইসলামের গাংনী উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবারসহ গ্রেফতার করে। পরে এবিষয়ে অস্ত্র আইনে গাংনী থানায় মামলা দিয়ে মেয়র আশরাফুল ইসলামকে থানায় সোপর্দ করে। মেয়র আশরাফুল ইসলাম হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। দীর্ঘদিন মামলা তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশীট প্রদান করেন।

মামলায় আসামী পক্ষের আইনজীবি ছিলেন মেহেরপুর জজকোর্টর আইনজীবি অ্যাডভোকেট আব্দুল মতিন ও রাস্ট্র পক্ষের আইনজীবি ছিলেন এপিপি অ্যাডভোকেট আব্দুল জব্বার।

তবে মেয়র আশরাফুল ইসলামের স্ত্রী মেহেরপুর জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য শাহানা ইসলাম শান্তনা জানান, ২০১২ সালে তৎকালিন সময়ে র‌্যাব ষড়যন্ত্র করে আমার স্বামী আশরাফুল ইসলামের চেম্বারে অভিযান চালিয়ে অস্ত্র রেখে মিথ্যা মামলা সাজিয়ে তাকে গ্রেফতার করেছিলো। আমরা সু বিচার পেতে উচ্চ আদালতের আশ্রয় নেবো।

(জাসট নিউজ/জেআর/১৪৫০ঘ.)