শাম্মী আখতারের অভাব সহজে পূরণ হবার নয়: খালেদা জিয়া

শাম্মী আখতারের অভাব সহজে পূরণ হবার নয়: খালেদা জিয়া

ঢাকা, ১৬ জানুয়ারি (জাস্ট নিউজ) : দেশের বরেণ্য কন্ঠশিল্পী শাম্মী আখতারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

বেগম খালেদা জিয়া বলেন, এদেশের খ্যাতনামা নারী সঙ্গীত শিল্পীদের মধ্যে শাম্মী আখতার ছিলেন অন্যতম। একজন জনপ্রিয় কন্ঠশিল্পী হিসেবে শাম্মী আখতার এর গাওয়া প্রতিটি গান এদেশের সঙ্গীতপ্রেমী মানুষকে যেভাবে নাড়া দিয়েছিল তা অতুলনীয়। তার মৃত্যু সঙ্গীতপ্রিয় মানুষের জন্য অত্যন্ত মর্মস্পর্শী ও বেদনার। তার মৃত্যুতে দেশ হারালো অসাধারণ একজন গুনী শিল্পীকে যার অভাব সহজে পূরণ হবার নয়। সংগীত শিল্পী হিসেবে তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।

বিএনপি চেয়ারপারসন শোকবার্তায় কন্ঠশিল্পী শাম্মী আখতার এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্য, গুনগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান। অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কন্ঠশিল্পী শাম্মী আখতার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

(জাস্ট নিউজ/একে/২৩৫৮ঘ.)