সরকার যোগসাজশ করে নির্বাচন ভণ্ডুল করেছে : মির্জা আলমগীর

সরকার যোগসাজশ করে নির্বাচন ভণ্ডুল করেছে : মির্জা আলমগীর

ঢাকা, ১৯ জানুয়ারি (জাস্ট নিউজ) : সরকারের আইন মন্ত্রণালয় ‘যোগসাজশ করে’ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচন ভণ্ডুল করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল।

রাজধানীর সদ্যবিলুপ্ত ভাটারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের রিটের নিষ্পত্তি করে গত বুধবার রুলসহ ডিএনসিসির নির্বাচন স্থগিতের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

গত ৩০ নভেম্বর আনিসুল হক মারা গেলে মেয়র পদটি শূন্য হয়। গত ৯ জানুয়ারি নির্বাচন কমিশন এ উপনির্বাচনের তফসিল ঘোসণা করেন। তফসিল অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়া কথা।

বিএনপির মহাসচিব বলেন, ‘এটা নির্বাচন কমিশনের সম্পূর্ণ ব্যর্থতা যে, তাঁরা সমস্ত আইন-কানুন আছে, যে সমস্ত কাজকর্ম করার দরকার ছিল, তা না করেই তাঁরা নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।’

‘সরকারের আইন মন্ত্রণালয় যোগসাজশ করেই এ কাজটা করেছে। কারণ, আইন মন্ত্রণালয়ের দায়িত্ব এই কাজগুলো করার, কিন্তু তারা করেনি। সরকার যেহেতু খুব ভালো করে জানে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন হলে তাদের পরাজয় অবশ্যম্ভাবী ছিল, সেটাকে এড়িয়ে যাওয়ার জন্যই যোগসাজশ করে তারা নির্বাচন ভণ্ডুল করেছে।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘নতুন ইউনিয়নগুলোকে সিটিতে আনা হয়েছে, কিন্তু তার সীমানা নির্ধারণ করা হয়নি; ভোটার তালিকা নিশ্চিত করা হয়নি। এতেই প্রমাণিত হয়, নির্বাচন কমিশন যোগ্য নয়। সব দলকে সমান সুযোগ না দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন হবে না।’

(জাস্ট নিউজ/জেআর/১৪৩০ঘ.)