আমান-নাজিমকে কারাগারের প্রেরণের নির্দেশ

আমান-নাজিমকে কারাগারের প্রেরণের নির্দেশ

ঢাকা, ৩ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান ও নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার তাদের সিএমএম আদালতে হাজির করা হলে দুজনের পক্ষে জামিন আবেদন করেন তাদের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম। শুনানি শেষে মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট সুব্রত ঘোষ জামিন আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে মহাখালী ডিওএইচএস (রোড নাম্বার ৩১) এর বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আমানের বিরুদ্ধে ২৩৭ টি মামলা ও নাজিম উদ্দিনের বিরুদ্ধে ১২-১৩ টি মামলা ছিল। সেসব মামলা জামিন থাকলেও প্রিজন ভ্যানে হামলার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়।

(জাস্ট নিউজ/একে/১৭৫০ঘ.)