কারাগারে বেগম খালেদা জিয়াকে ডিভিশন দেয়ার নির্দেশ

কারাগারে বেগম খালেদা জিয়াকে ডিভিশন দেয়ার নির্দেশ

ঢাকা, ১১ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে প্রথম শ্রেণির মর্যাদা বা ডিভিশন দেয়ার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে আদালত।

বেগম খালেদা জিয়াকে দণ্ড দেয়া ঢাকার পঞ্চম বিশেষ জজ আখতারুজ্জামানের আদালত রবিবার এই আদেশ দেন।

সকালে আমিনুল ইসলাম ও জাকির হোসেন ভূঁইয়া নামে দুই আইনজীবী খালেদা জিয়ার ডিভিশন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত এই আদেশ দেয়।

সিনিয়র আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, ‘জেলকোডের ৬১৭ ধারা অনুযায়ী জেল সুপারেরই এই আবেদন করা উচিত ছিল। কিন্তু তিনি তা করেননি। এতে আমরা কষ্ট পেয়েছি। পরে আমাদেরকে এ ব্যাপারে আবেদন করতে হয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘যে পরিচারিকাকে খালেদা জিয়ার সঙ্গে রাখার কথা বলা হয়েছে, যাকে ছাড়া ম্যাডাম ১৫-২০ বছর চলতে পারেননি, সেই ফাতেমাকেও এখনো থাকার অনুমতি দেয়া হয়নি। এটা সরকারেরই দেখা দরকার।’ এ বিষয়ে প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন বলেও জানান মওদুদ।

(জাস্ট নিউজ/জেআর/১২২৫ঘ.)