বিএনপির গণস্বাক্ষর ঘিরে পুলিশের সতর্ক অবস্থান

বিএনপির গণস্বাক্ষর ঘিরে পুলিশের সতর্ক অবস্থান

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে দলের গণস্বাক্ষর কর্মসূচি আজ।

শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির এ কর্মসূচি ঘিরে শনিবার সকাল থেকেই নয়াপল্টন বিএনপি কার্যালয় ও আশপাশের এলাকায় রয়েছে পুলিশের সতর্ক অবস্থান।

পুলিশের মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম বলেন, বিএনপি কার্যালয়ের সামনে এমনিতে পুলিশ দায়িত্ব পালন করে। তা ছাড়া কোনো কর্মসূচি থাকলে এমনিতেই একটু বেশি পুলিশ দায়িত্ব পালন করে। আজো তার ব্যতিক্রম নয়।

তথাকথিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পয় এটি বিএনপির তৃতীয় দফা কর্মসূচি। এর আগে ৯ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশব্যপী বিক্ষোভ কর্মসূচি, ১০ ফেব্রুয়ারি থানা, উপজেলা, জেলা মহানগরে প্রতিবাদ সমাবেশ, ১২ ফেব্রুয়ারি মানববন্ধন, ১৩ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি ও ১৪ ফেব্রুয়ারি অনশন কর্মসূচি পালন করে বিএনপি।

(জাস্ট নিউজ/ওটি/১১৪৪ঘ.)