রিমান্ড শেষে কারাগারে শিমুল বিশ্বাস

রিমান্ড শেষে কারাগারে শিমুল বিশ্বাস

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : তিন দফায় ১৫ দিনের রিমান্ড শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম মো. আহসান হাবীব তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে রাজধানীর গুলশান ও বংশাল থানার পৃথক দুই মামলায় শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে যথাক্রমে ১০ ও ৭ দিনের রিমান্ড আবেদনে করেছে পুলিশ। যা ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন ও আমিরুল হায়দার চৌধুরী গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে আগামী ৪ মার্চ রিমান্ড শুনানির তারিখ ধার্য করেছেন।

গত ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার রায় শেষ হবার পর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত থেকে গ্রেপ্তার হন। প্রথমে শাহবাগ থানার একটি মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। আবার ১৫ ফেব্রুয়ারি শাহবাগ থানার আরেকটি মামলায় আরো পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। ২০ ফেব্রুয়ারি রমনা থানার আরেক মামলায় তৃতীয়বারের মত পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়।

(জাস্ট নিউজ/একে/২২১৬ঘ.)