ছাত্রদল সভাপতি রাজিব ১৫ দিনের রিমান্ডে

ছাত্রদল সভাপতি রাজিব ১৫ দিনের রিমান্ডে

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানকে তিন মামলায় ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার গভীর চক্রান্তের অংশ হিসেবেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় রিমান্ডে নিয়ে নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার। আর এরই ধারাবাহিকতায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানকে ৩টি বানোয়াট ও অসত্য মামলায় ১৫ দিনের রিমান্ডে নেয়া হলো।

আইন আদালতকে কব্জায় নিয়ে মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারগুলোকে হরণ করে ভুয়া ও কাল্পনিক মামলায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীকে সাজা প্রদান বর্তমান সরকারের ঘৃন্য অপকর্মগুলোর মধ্যে অন্যতম। অবিলম্বে রাজীবের মুক্তি দাবি করেন বিএনপি মহাসচিব।

(জাস্ট নিউজ/একে/২৩১০ঘ.)