বিএনপি নাকে খত দেবে না, সরকারই বাধ্য হবে: মির্জা আলমগীর

বিএনপি নাকে খত দেবে না, সরকারই বাধ্য হবে: মির্জা আলমগীর

ঢাকা, ৭ ডিসেম্বর (জাস্ট নিউজ) : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে অংশ নিতে বিএনপির নাকে খত দেয়ার প্রশ্নই আসে না। বরং সব দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন দিতে সরকারই বাধ্য হবে।

বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে দেয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাম্ভিকতা ছেড়ে দায়িত্বশীল বক্তব্য দেয়ার আহ্বান জানান।

বেগম খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত- প্রধানমন্ত্রীর এমন বক্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, কাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, তা জনগণই ঠিক করবে। উনি (শেখ হাসিনা) যেসব বক্তব্য দিয়েছেন, তা হাস্যকর। দাম্ভিকতায় ভরা। জাতি তার কাছে দায়িত্বশীল বক্তব্য আশা করে।

(জাস্ট নিউজ/ওটি/২২১৯ঘ.)