‘তারেক রহমান ষড়যন্ত্র করেননি, দলের নেতার সঙ্গে কথা বলতেই পারেন’

‘তারেক রহমান ষড়যন্ত্র করেননি, দলের নেতার সঙ্গে কথা বলতেই পারেন’

ঢাকা, ১২ এপ্রিল (জাস্ট নিউজ) : কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের একজন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে কথা বলে কোন ষড়যন্ত্র করেননি। এতো বড় একটা আন্দোলন হচ্ছে দেশে, এখানে তিনি দলের ভাষ্য নিয়ে নিজেদের দলীয় নেতার সঙ্গে কথা বলতেই পারেন।

বৃহস্পতিবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রিজভী আহমেদ বলেন, কোমলমতি ছাত্ররা আন্দোলন করেছে সেখানে দলের ভাষ্য, মতামত নিয়ে আলোচনা করেছেন। ছাত্রদের আন্দোলনে দলের যে ভাষ্য সেটা তিনি বলেছেন। এখানে তো বড় কোন ষড়যন্ত্র করেননি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের এতো বড় আন্দোলন নিয়ে তার যে মতামত সেটা তো দলের একজন উপদেষ্টার সঙ্গে কথা বলতেই পারেন।

(জাস্ট নিউজ/এমআই/১২২৫ঘ.)