রংপুরে ক্ষমতাসীন দলের প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন: মির্জা আলমগীর

রংপুরে ক্ষমতাসীন দলের প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন: মির্জা আলমগীর

গাজীপুর, ১১ ডিসেম্বর (জাস্ট নিউজ) : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন-২০১৭ এর জাতীয়তাবাদী পরিষদ প্যানেল পরিচিতি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি যে কোনো নির্বাচনে জয়ের জন্য সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

এক প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের যে অভিযোগ এসেছে তা মিথ্যা ও বানোয়াট। এর কোনো ভিত্তি নেই। সরকার পারলে অভিযোগ প্রমাণ করে দেখাক।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবীব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারসহ মহানগরের নেতারা।

প্রসঙ্গত, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত পৌনে ৮টার দিকে তাকে এ জরিমানা করা হয়।

(জাস্ট নিউজ/ওটি/১১৩৫ঘ.)