কথায় কথায় দাবি করলে হবে না: শেখ হাসিনা

কথায় কথায় দাবি করলে হবে না: শেখ হাসিনা

ঢাকা, ১১ মে (জাস্ট নিউজ) : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোনো বিষয় নিয়ে কথায় কথায় দাবি করলে হবে না। দাবির বিষয়ে যৌক্তিকতা থাকতে হবে। শিক্ষার উন্নতি কীভাবে হবে, কি করতে হবে তা আমি খুব ভালোভাবেই জানি।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বাঙালির ইতিহাস ছাত্রলীগের ইতিহাস। প্রতিটি আন্দোলনে ছাত্রলীগের অবদান রয়েছে। দেশের সব আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের পাশাপাশি ছাত্রলীগও ছিল। আন্দোলন গড়ে তোলায় আওয়ামী লীগের পাশাপাশি ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছিল।

(জাস্ট নিউজ/একে/১৯৪৮ঘ.)