খালেদা জিয়াকে ইফতার দিতে পারলেন না মহিলা নেত্রীরা

খালেদা জিয়াকে ইফতার দিতে পারলেন না মহিলা নেত্রীরা

ঢাকা, ১৮ মে (জাস্ট নিউজ) : প্রথম রমজানে কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য ইফতার সামগ্রি নিয়ে জেল গেটে যান মহিলা দলের নেত্রীরা। কিন্তু পূর্বানুমতি না নেয়ার তাদেরকে প্রবেশ করতে দেয়া হয়নি।

শুক্রবার দুপুরে বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে প্রায় ১৫ জন নেত্রী জেলগেটে যান। দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে কারা ফটকের দিকে গেলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে জেল কর্তৃপক্ষের প্রতিনিধি সেখানে উপস্থিত হলে বিএনপির নেত্রীরা তাদের আনা ইফতার সামগ্রী বেগম খালেদা জিয়ার কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।

এ সময় জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের জানানো হয়, বেগম খালেদা জিয়ার নিরাপত্তার স্বার্থে পরিবার ছাড়া অন্য কারো খাবার গ্রহণ করা হবে না। তারপরও কেউ দেখা করতে চাইলে লিখিত আবেদন করতে পারেন।

এ ব্যাপারে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য ইফতার সামগ্রী নিয়ে এসেছিলাম। তিনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী। আমরা প্রয়োজনে এখানে বসে ইফতারও করতে পারি। কিন্তু এটা আমাদের মূল উদ্দেশ্য নয়, আমরা চাই ইফতার আমাদের মায়ের কাছে পৌঁছে দেওয়া হোক।’

তবে জেল কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে ইফতার সামগ্রী নিয়ে ফিরে যান বিএনপি নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নূরে আরা সাফা, সাবেক সংসদ সদস্য শাম্মী আখতার প্রমুখ।

(জাস্ট নিউজ/একে/১৯১৩ঘ.)