খালেদা জিয়ার ইফতারে বরাদ্দ ৩৯ টাকা ৫০ পয়সা

খালেদা জিয়ার ইফতারে বরাদ্দ ৩৯ টাকা ৫০ পয়সা

ঢাকা, ১৮ মে (জাস্ট নিউজ) : কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য ইফতারে বরাদ্দ হয়েছে ৩৯ টাকা ৫০ পয়সা। গত ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নাজিমউদ্দিন রোড়ের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। আদালতের নির্দেশে তিনি প্রথম শ্রেণীর ডিভিশন পাচ্ছেন।

কারা কর্তৃপক্ষ প্রথম শ্রেণীর ডিভিশনপ্রাপ্ত বন্দিদের জন্য ইফতারে ৩৯ টাকা ৫০ পয়সা বরাদ্দ করেছেন। সে অনুযায়ী বেগম খালেদা জিয়াকেও ওই টাকার মধ্যে ইফতার দেয়া হবে। ইফতার মেন্যুতে সাধারণত মুড়ি, ছোলা, পিয়াজু, কলা, জিলাপি, গুড় ও খেজুর দেয়া হয়।

তবে ডিভিশনপ্রাপ্ত বন্দীর ক্ষেত্রে দৈনন্দিন খাবারের মেনুতে পরিবর্তন হবে কিনা সেটি বন্দির চাহিদার ওপর নির্ধারণ হয়ে থাকে। এ বিষয়ে কারা কর্তৃপক্ষের কেউ মন্তব্য করতে রাজী হননি।

(জাস্ট নিউজ/একে/২০১৭ঘ.)