গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বাসভবনে পুলিশের অভিযান

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বাসভবনে পুলিশের অভিযান

ঢাকা, ২ জুন (জাস্ট নিউজ) : বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করতে পুলিশ তার বাসভবনে অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

শুক্রবার দিবাগত রাতে রাজধানীর বারিধারায় সোহরাওয়ার্দী এভিনিউতে তার ৪৩ নম্বরের বাসভবনে অভিযান চালানো হয়।

পরিবারের সদস্যরা জানান, রাত সাড়ে ১১টার পর পুলিশ বাসায় যায়। সে সময় বাসায় ছিলেন না গিয়াস কাদের। এর আগে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় গত বৃহস্পতিবার চট্টগ্রামের একটি আদালত এই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

এ অভিযোগে তার বিরুদ্ধে আরো দুটি দায়ের করা হয়েছে। এ ঘটনায় গিয়াস কাদেরের চট্টগ্রামের বাসভবনে হামলা চালায় একদল তরুন। ভাংচুর করা হয় বেশ কয়েকটি দামী গাড়ি।

তবে, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, তিনি প্রধানমন্ত্রীকে জড়িয়ে কোন ধরনের বক্তব্য দেননি। বিভিন্ন পত্রিকায় বিকৃতভাবে তার বক্তব্য প্রচার করা হয়েছে বলেও দাবি করেন গিয়াস কাদের।

জাস্ট নিউজ/এমআই/১৬৫৫ঘ.)