নিত্যপণ্য ক্রয়ক্ষমতার বাইরে, বেগম খালেদা জিয়ার টুইট

নিত্যপণ্য ক্রয়ক্ষমতার বাইরে, বেগম খালেদা জিয়ার টুইট

ঢাকা, ১৭ ডিসেম্বর (জাস্ট নিউজ) : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, উন্নয়ন কথামালায় থাকলেও, বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে, তারা মুক্তি চায়। রবিবার এক টুইট বার্তায় তিনি এ কথা বলেন।

টুইটারে খালেদা জিয়া বলেন, একটি সমীক্ষা বলছে দেশের পাঁচ কোটির ওপর মানুষ খাদ্যবঞ্চিত। প্রকৃত চিত্র আরো ভয়াবহ। এক দশক ধরে চাল-ডাল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ-গ্যাসের মূল্য বেড়ে জনগণের ক্রয়ক্ষমতার বাইরে এখন।

চলতি বছর চালের দাম বেড়েছে কয়েকদফা। একইসঙ্গে বেড়েছে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম। চলতি বছর বিদ্যুতের দামও বাড়িয়েছে।

গত নভেম্বর মাসে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ দাম কার্যকর হয় গত ১ ডিসেম্বর থেকে।

এর আগে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত কয়েকদফা গণশুনানির পর নতুন দফায় বিদ্যুতের এই দাম বাড়ল কেবল খুচরা পর্যায়ে।

(জাস্ট নিউজ/একে/২১১৮ঘ.)